নিউজ ডেস্ক: আলমডাঙ্গা:আলমডাঙ্গার বাদেমাজুতে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে উজ্জল নামে এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে আটক হওয়া ওই যুবকের দেওয়া তথ্য অনুসারে মাটিতে পুতে রাখা কোরআন শরীফের পোড়ানো অংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বোর্ডপাড়ার নিকবার হোসেনের ছেলে উজ্জল (৩০) দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছিলের। ইতিমধ্যে তিনি মাদক মামলায় কয়েকবার জেলে যান। অতিরিক্ত মাদক সেবনের কারণে তিনি মানসিকভাবে বিকৃত হয়ে পড়েন। এ কারণে গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশে পবিত্র কোরআন শরীফের পাতা ও কিছু পরিত্যাক্ত কাগজ পুড়িয়ে ফেলেন। এ বিষয়টি এলাকাবাসী দেখে ফেললে, তিনি গোপনে পোড়ানো অংশ মাটির নিচে পুতে রাখেন। সংবাদটি ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পরে স্থানীয় ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ অভিযুক্ত যুবক উজ্জলকে গতকাল মঙ্গলবার দুপুরে আটক করেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উজ্জল নামের এক মাদকাসক্ত যুবককে আটক করা হয়েছে। তিনি নিজের মস্তিস্ক বিকৃত বলে দাবি করেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।