নিউজ ডেস্ক:কেন্দ্র আছে, নেই পর্যাপ্ত কক্ষ। তাই তাঁবু টাঙিয়ে টিনের ছাউনির নিচে বসে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। তাও আবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনস্থ পরীক্ষা! গতকাল শনিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিন এমন দৃশ্য চোখে পড়ে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে। যেখানে খোলা আকাশের নিচে তাঁবু টাঙিয়ে জেএসসি পরীক্ষার্থীদের অংশ নিতে দেখা যায়।
অবকাঠামো-স্বল্পতার কারণে অনেকটা বাধ্য হয়েই বিদ্যালয় চত্বরে তাঁবু টাঙিয়ে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের সচিব ইয়াকুব আলী। তিনি বলেন, এ বছর হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৪৯১ জন। এর মধ্যে পরীক্ষা দিচ্ছে ৪৮৪ জন। এখানে একটি হলরুমসহ আটটি কক্ষ ও বিদ্যালয়ের আঙিনায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাঁবুর নিচে পরীক্ষা দিচ্ছে ৪৭ জন। আগামীকাল সোমবার ইংরেজি পরীক্ষায় তাঁবুর নিচে পরীক্ষার্থীর সংখ্যা আরও ২২ জন বৃদ্ধি পেয়ে হবে ৬৯ জন বলেও তিনি জানান।