নিউজ ডেস্ক: আলমসাধু ও ইজিবাইক চালকের সাথে মারামারির ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল আলমডাঙ্গার বিভিন্ন স্থানে আলমসাধু ও ইজিবাইক চালকেরা সড়ক অবরোধ করে বলেও জানা গেছে। উভয়পক্ষের চালকেরা সড়ক অবরোধ করলে বিপাকে পড়ে সাধারন যাত্রীরা।
আলমসাধু ও ইজিবাইক চালকরা জানায়, গত শুক্রবার দুপুর ১২টার দিকে হাটবোয়ালিয়া থেকে আলমসাধু যোগে হাটবোয়ালিয়া গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে মহাবুল যাত্রী নিয়ে আলমডাঙ্গায় যাচ্ছিলেন। পথিমধ্যে হারদী বাজার প্রাঙ্গণে যাত্রী তোলা নিয়ে যাদবপুর গ্রামের ইজিবাইক চালক লিটনের সাথে তার বাকবিতন্ডা বাধে। এরই একপর্যায়ে ইজিবাইকের চালক যাদবপুর গ্রামের সহিদ মিয়ার ছেলে লিটন, হারদী থানাপাড়ার আজিজুলের ছেলে ঝন্টু ও একই গ্রামের আজিজুলের ছেলে আলম আলমসাধু চালক মহাবুলকে মারধর করে। এর কিছু পরেই সংবাদ পেয়ে আলমসাধু চালকরা সড়ক অবরোধ করে বিচার দাবি করে। এতে করে আলমডাঙ্গা টু হাটবোয়ালিয়া সড়কে সকল প্রকার আলমসাধু ও ইজিবাইক চলাচল বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত এ ঘটনার সমাধান না হওয়ায় গত দুই দিন ওই সড়কে আলমসাধু ও ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে। যার ফলে ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ।