নিউজ ডেস্ক: আলমডাঙ্গার পৌরসভাধীন সোহাগ মোড় এলাকায় পূর্বশত্রুতার জের ধরে গৃহবধূকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে বাড়ির পানি ফেলাকে কেন্দ্র করে গৃহবধূ বিলকিস খাতুনকে ইট-লাঠি ও মুখে কামড়ে গুরুত্বর জখম হলে স্থানীয়রা উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনাকে কেন্দ্র করে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে বিলকিচ খাতুন। জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডে বাড়ি ভাড়াটি বিলকিস খাতুনের সাথে প্রতিবেশী পাপিয়া খাতুনের সাথে দীর্ঘদিন যাবত পূর্বশত্রুতা চলে আসছিলো। ইতিমধ্যে বিলকিচের স্বামী ঢাকায় চাকরি করায় বিভিন্ন সময় তার সাথে পারিবারিকভাবে গোলোযোগ বেধেই থাকে। গতকাল সকালে বিলকিচ বাড়ির পাশে রান্নার পানি ফেলাকে কেন্দ্র করে সোহাগ মোড় এলাকার ইখতিয়ার হোসেনের ছেলে পায়েল হোসেন (২০), পাপিয়া খাতুন (৩০) ও তার মা পারুলা খাতুন বিলকিচকে বেধড়ক ইট, লাঠি ও মুখ দিয়ে কামড়িয়ে রক্তাক্ত জখম করে। এসময় স্থানীয়রা উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে। অভিযোগ সূত্রে জানা যায়, গত তিনদিন পূর্বে বিলকিচ খাতুনের মেয়েকেও বেধড়ক মারপিট করে। এই ঘটনায় বিলকিচ খাতুন আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন।