ইকরামুল হক সরোজগঞ্জ প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা – আলমডাঙ্গা থানার খাসকররায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্টিত ২০২০। শৃংখলা, নিরাপত্তা, প্রগতি পুলিশেের এই স্লোগানকে সামনে রেখে, “মুজিব বর্ষের অঙ্গিকার , পুলিশ হবে জনতার ” নিরাপদ নারী, নিরাপদ দেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ।
নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে খাসকররা বাজারে বিট পুলিশিং অনুষ্ঠানে সভাপতি ও খাসকররা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (রন্নু) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার তদন্তর অফিসার বক্তব্য বলেন ” মুজিব বর্ষের অঙ্গিকার , পুলিশ হবে জনতার ” নিরাপদ নারী, নিরাপদ দেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ।
নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশের মাধ্যমে আমাদের সমাজ, দেশ, রাষ্ট্রকে সকল জনগণের সচেতন হতে হবে। দেশের নারী ও শিশু নির্যাতন প্রতি দিন দিন বেড়েই চলেছে। আমাদেরকে সচেতন হতে হবে, বাবা-মা কে সচেতন হতে হবে, ছেলে মেয়ে, কি করছে, কোথায় যাচ্ছে, ঠিকমতই স্কুল, কলেজে যাচ্ছে কি না সব সময়ে খোজ খবর নিতে হবে। আপনাদের ছেলে মেয়েদের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মোবাইল হাতে তুলে দিবেন না, মোবাইল – ফোনের মাধ্যমে তারা বিভন্ন ভাবে অপকর্মে জড়িয়ে পড়ছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা তাদের নষ্টামি আবেগ ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে।
আপনার অপ্রাপ্ত ছেলেকে মোটরসাইকেল হাতে তুলে দিয়েন না, মোটরসাইকেল যোগে তারা বিভিন্ন স্থানে যাচ্ছে প্রয়োজন ব্যতিত, যার ফলে অপ্রাপ্ত ছেলেরা বন্ধু, বান্ধবীকে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে , বাবা-মায়েদের সচেতন হতে হবে, আপনার ছেলে মেয়ে সন্ধ্যার পরে বাইরে যেতে দেবে না ।
আপনার ছেলে মেয়ে কে সু শিক্ষায় গড়ে তুলুন , তাহলে দেশ তথা আপনাদের ভবিষ্যত আলোকিত করবে, আপনার ছেলে মেয়ে শিক্ষার মাধ্যমে দেশে সু সমাজ কে জাগ্রত করবে। এছাড়াও অনুষ্ঠানের বক্তব্য দেন খাসকররা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান। খাসকররা বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান। তিয়রবিলা ক্যাম্প ইনর্চাজ সঞ্জিত মন্ডল। খাসকররা ইউনিয়নের সকল মেম্বার, মহিলার মেম্বার ও বাজারের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।