শিবির কর্মিদের নামের তালিকা ও বেশ কিছু বই উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার কামালপুর থেকে ৩ শিবির কর্মিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই শিবির কর্মিকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে শিবির কর্মিদের নামের তালিকা ও বেশ কিছু বই উদ্ধার হয়েছে। আটককৃতরা হলো- হারদী ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে কুষ্টিয়া সরকারী কলেজের ছাত্র হাসানুজ্জামান হাসান (২১), মোড়াভাঙ্গা গ্রামের কোরবান আলীর ছেলে হারদী এমএস জোহা কলেজের ছাত্র সাগর (১৯) ও ভাংবাড়িয়া গ্রামের অজিজুল হকের ছেলে একই কলেজের ছাত্র ইমরান (২০)। জানা গেছে, বৃহস্পতিবার আলমডাঙ্গার হাটববোয়লিয়া সড়ক দিয়ে বিকেলে এক মোটরসাইকেলে ৩ জন যাচ্ছিল। এ সময় পুলিশের সন্দেহ হলে তাদের দাঁড় করানোর চেষ্টা করে। তারা পুলিশ দেখে দ্রুত পালিয়ে যাবার সময় থানার এসআই পিয়ার আলীর সঙ্গীয় ফোর্সসহ তাদের ধাওয়া করে। পরে কামালপুর রাস্তা থেকে তাদেরকে আটক করে। আটককৃতদের কাছ থেকে শিবিরের লিফলেট, কর্মিদের তালিকা ও একটি জিহাদি বই উদ্ধার করে। পুলিশ জানায়, তারা ৩ জনই শিবিরের সক্রিয় কর্মি। আটক ৩ জনের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে।