নাগরিক সব সেবা বন্ধ : বিপাকে পৌরবাসী
শহরের নিরাপত্তায় রাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে- ওসি আবু জিহাদ
নিউজ ডেস্ক:আন্দোলনের মুখে স্থবির হয়ে পড়েছে চুয়াডাঙ্গা পৌরসভার কার্যক্রম। বন্ধ হয়ে গেছে সব ধরনের নাগরিক সেবা। তাই রাতেও বন্ধ থাকছে সড়ক বাতি। এতে করে অন্ধকারেই থাকতে হচ্ছে পৌরবাসীদের। কত দিন এ অবস্থা থাকবে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে রাতে শহরের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান। রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে নিজ নিজ এলাকায় নানা কর্মসূচি পালন শেষে কর্মকর্তা-কর্মচারীরা এখন ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
গত রোববার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষ্যে ওই দিন দুপুর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি শুরু করেছেন বলে জানান চুয়াডাঙ্গা পৌরসভা ও জেলা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস। এ দিকে আজ মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো তালা ঝুলছে চুয়াডাঙ্গা পৌরসভার সব কটি দপ্তরে। নেই কোনো কর্মকর্তা-কর্মচারী। অনেকটা জনশূন্য হয়ে পড়েছে পৌর কার্যালয়। একই অবস্থা চুয়াডাঙ্গা জেলার অপর তিন পৌরসভারও। জরুরি নাগরিক সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন নাগরিকেরা। তবে পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
এ দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকায় রাতে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, রাতে সড়কবাতি বন্ধ থাকায় পুরো শহর অন্ধকারাচ্ছন্ন রয়েছে। তাই কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আগে থেকেই এ শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন ও দিকনির্দেশনা দিচ্ছেন বলে জানান এই কর্মকর্তা।