আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার প্রত্যয়

0
10

দীর্ঘ ১০ বছর পর দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হলো শৈলকুপা উপজেলা বিএনপি
নিউজ ডেস্ক:দীর্ঘ ১০ বছর পর দ্বিধাদ্বন্দ্ব ভুলে আবারও এক হলো শৈলকুপা উপজেলা বিএনপি। অনুষ্ঠিত হলো শৈলকুপা উপজেলা বিএনপির যৌথ কর্মীসভা। গতকাল শুক্রবার সকালে জেলা শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে শৈলকুপা উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন, নজরুল ইসলাম জোয়ার্দ্দার, হুমায়ন বাবর ফিরোজ, মিজানুর রহমান বাবুল, উসমান আলী, বারী মোল্লা, মনিরুল ইসলাম হিটু, মোস্তাফিজুর রহমান তুর্কি, পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আবু রেজা সিদ্দিকী চুন্নু, শৈলকুপা যুবদলের নেতা বাবলুর রহমান, রবিউল ইসলাম, তোজাম আহম্মেদ, আজিজুল ইসলাম, কামাল হোসেন, উজ্জ্বল হোসেন, টিটো আহম্মেদ, ছাত্রদলের নেতা ইমদাদুল ইসলাম আকুল, সাদাদ আহম্মেদ, আবুল খায়ের, বাবলুর রহমান, রাজু আহম্মেদ, কাকন, মাহবুবুর রহমান, লিমন হোসেন, আলামিন হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. আসাদুজ্জামান বলেন, ‘আমরা শৈলকুপা উপজেলা বিএনপি সব গ্রুপিং ভুলে একত্রিত হয়েছি। যাঁরা দলের সাংগঠনিক নিয়ম-নীতি না মেনে এখনো দলের ক্ষতি করার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলে থেকে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।’ এ সময় তিনি আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে ঘোষণা দেন।