সোমবার (১৭ জুন) সকালে মিরপুরের গোলারটেক মাঠে ঈদের জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গত বছর ৮ ঘণ্টা সময় নিলেও বর্জ্য অপসারণে এবার ৬ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘সবাই মিলে একসঙ্গে কাজ করলে একটি চ্যালেঞ্জ বাস্তবায়ন করা সম্ভব হয়। সেজন্য আমাদের কাউন্সিলররা সবাই মাঠে থাকবেন।’
‘গত বছর দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সময় লেগেছিল পরিষ্কার করতে। এবার আমি বলেছি, ২টা থেকে ৮টার মধ্যে ডিএনসিসির সব অলিগলি থেকে শুরু করে প্রধান রাস্তা পর্যন্ত সব জায়গা পরিষ্কার করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো। আমি বিনয়ের সঙ্গে সবাইকে বলবো, আমাদেরকে সাহায্য করার জন্য’, যোগ করেন ডিএনসিসি মেয়র।
মেয়র বলেন, বর্জ্য অপসারণে ১০ হাজারেরও বেশি কর্মী মাঠে রয়েছেন। কাউন্সিলররা এবং আমি নিজেও মাঠে থাকছি। এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ডে পশু কোরবানি দিচ্ছি একটি মাঠের মধ্যে। যারা পশু নিয়ে আসছেন, তাদেরকে প্রণোদনা হিসেবে এক হাজার টাকা করে দিচ্ছি।কারণ যত্রতত্র কোরবানি দেয়া হলে পরিবেশ নষ্ট হয়।
‘আর ঘণ্টা বলতে হবে না। পশু কোরবানি দেয়ার সঙ্গে সঙ্গে জায়গা পরিষ্কার করে দেবো, এ ধরনের কনসেপ্ট নিয়ে আগাতে চাচ্ছি। আগামীবার আমাদের নির্দিষ্ট জায়গায় যারা পশু কোরবানি দেবেন, তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা থাকবে’, যোগ করেন আতিকুল ইসলাম।
একই দিন মিরপুরের গোলারটেক মাঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান ঈদগাহ মাঠ হিসেবেও ঘোষণা দেন মেয়র।