অলসতা ঝেড়ে কাজের মধ্যে দক্ষতা বাড়াতে হবে

0
11

মেহেরপুরে মহিলাদের ক্ষুদ্র ঋণের চেক বিতরণকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
নিউজ ডেস্ক:মেহেরপুরে মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় মহিলা প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা জাতীয় মহিলা সংস্থার কার্যালয় প্রাঙ্গণে মেহেরপুর জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ১২তম ব্যাচের ৪৪ জন মহিলা প্রশিক্ষনার্থীদের মাঝে ৬ লাখ ৪৪ হাজার টাকার ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়।
ক্ষুদ্র ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশের মেয়েরা পৃথিবীর সবচেয়ে অলস। অলসতা ঝেড়ে ফেলে কাজের মধ্যে দক্ষতা বাড়াতে হবে, অনুরাগ বাড়াতে হবে। আমাদের প্রতিযোগীতায় টিকে থাকতে হবে। দেশের বিভিন্ন স্থানে ঋণ নিয়ে মহিলারা স্বাবলম্বী হয়েছে। আপনাদের যে ঋণ দেওয়া হচ্ছে তা খুব কম। ছোট থেকে শুরু করতে হবে। আপনাদের প্রয়োজনীয় পণ্যগুলো উৎপাদন করতে হবে।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা। অন্যান্যের মধ্যে নক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাশিরা পলি প্রমুখ।