নিউজ ডেস্ক:জীবননগরে পরিত্যাক্ত সরকারি রাস্তার জমি দখল আর পৌরসভার ড্রেনে মাটি ভরাট করে গড়ে উঠছে মা পেট্রোল পাম্প। প্রশাসনিকভাবে কোন ব্যবস্থা না নেওয়ায় ঘটছে এ ঘটনা। জীবননগর পৌরসভার ৬নং ওয়ার্ডের লক্ষীপুর বড় ব্রিজের পাশেই এ জমি দখল করে গড়ে তোলা হচ্ছে পেট্রোল পাম্প।
সরেজমিনে দেখা গেছে, পৌরসভার লক্ষীপুর গ্রামে বর্তমানে যে ব্রিজটি অবস্থিত হয়েছে তার পাশেই ছিল পুরাতন লোহার ব্রিজ যা এক সময় সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ছিলো। ব্রিজটি না থাকায় সরকারি রাস্তাটি দীর্ঘদিন যাবত পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকে। এই সুযোগে একটি চক্র রাস্তার পিছনের জমি ক্রয় করে এবং ক্রয়সূত্রে সরকারি জমি দখল করে পেট্রোল পাম্প তৈরি করতে মরিয়া হয়ে উঠে পড়েছে। সম্প্রতি দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হলে প্রশাসনিকভাবে পেট্রোল পাম্পের সমস্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়। কিন্তু দিন যেতে না যেতে আবারও সক্রীয় হয়ে উঠেছে ওই পেট্্েরাল পাম্প মালিক। রাস্তার সরকারি জমি দখল করেই তিনি খ্যান্ত নয় এবার পৌরসভার ড্রেন দখল করে মাটি দিয়ে ভরাট করে তৈরি করছেন মা পেট্্েরাল পাম্প।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, যেখানে মা পেট্্েরাল পাম্প তৈরি করা হচ্ছে এটি চরম ঝুকিপূর্ণ স্থানে তৈরি করা হচ্ছে। তা ছাড়া যেখানে মাটি ফেলা হয়েছে সেখানে রয়েছে একটি বড় ড্রেন। বৃষ্টির সময় পৌরসভার যাবতীয় পানি ভৈরব নদীতে যাওয়ার একমাত্র ড্রেন যা, ইতোমধ্যেই মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। যদি ড্রেন দখল করে পেট্রোল পাম্প তৈরি করা হয়, তাহলে বৃষ্টির সময় চরম বিপাকে পড়বে পৌরবাসী।
এ বিষয়ে মা পেট্রোল পাম্পের মালিক মিকাইল হোসেন পারুলের সাথে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম জানান, পৌরসভার লক্ষীপুরে মাটি দিয়ে ড্রেন ভরাট করার বিষয়টি আমি জানি না। তা ছাড়া পৌরসভার ড্রেন দখল করে কেউ তেল পাম্প তৈরি করতে পারবে না। যদি কেউ এ ধরণের কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রশাসনের চোখে ধুলো দিয়ে ক্ষমতা আর অর্থের দাপট দেখিয়ে সরকারি রাস্তার জমি দখল আর মাটি দিয়ে ড্রেন ভরাট করে পেট্রোল পাম্প তৈরি করায় এলাকার সচেতন মহল হতবাক হয়ে পড়েছেন।