সুমন আলী খাঁন, হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ভিতরে লোগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকা সত্ত্বে ও দীর্ঘদিন ধরে সেই স্কুলটির সকল প্রশাসনিক কার্যক্রম মৌলভীবাজার জেলার অধিনে ছিল । যার ফলে মৌলভীবাজার থেকে শিক্ষকরা এসে সময় মতো ক্লাসে উপস্থিত হতে না পারায় শিক্ষা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছিল । দিন দিন অন্ধকারে চলে যাচ্ছিল কয়েক শতাধিক শিশুর ভবিষ্যৎ । জানা যায়, হবিগঞ্জ জেলার অধিনে থাকার পরও স্বাধীনতার পরবর্তী সময় থেকে স্কুলটির সকল কার্যক্রম মৌলভীবাজার থেকে পরিচালনা হয়ে আসছিল । হবিগঞ্জ জেলার অধিনে স্কুলটি করার লক্ষ্যে এলাকার সাধারণ মানুষ একের পর এক চেষ্টা করলে ও ওই সময় কোনো সফলতা আসেনি । অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল লতিফ, গজনাইপুর ইউপি আওয়ামীলীগ এর সাবেক সভাপতি আনোয়ার হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মনিন্দ্র লাল রায়, সাধারন সম্পাদক সৈয়দ আহমদ ও দাতা সদস্য সোহেল আহমেদ (হবিগঞ্জ-সিলেট) সংরক্ষিত আসনের সংসদ সদস্য এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সাথে এ বিষয়ে কথা বলেন । তার দীর্ঘ প্রচেষ্ঠার পর গত ২১-০৯-২০১৭ ইং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয় এর সহকারী পরিচালক (বিদ্যা-২) মেহেরুন নেছা এর স্বাক্ষরকৃত এক প্রাপ্তি স্বীকার নামা পত্রে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অবস্থিত লোগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়টির সকল কার্যক্রম মৌলভীবাজার সদর উপজেলার পরিবর্তে হবিগঞ্জ জেলার উপজেলায় ন্যস্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয় । দীর্ঘদিন পর এলাকার মানুষের আশা প্রত্যাশা পূরণ করায় (হবিগঞ্জ-সিলেট) সংরক্ষিত আসনের সংসদ সদস্য এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী’কে স্থানীয় জনসাধরণ অভিনন্দন জানান।