নিউজ ডেস্ক:অপহরণের দু’দিন পরে আপন ঠিকানায় ফিরেছে পাঁচলিয়া গ্রামের রাজমিস্ত্রি তোবারেক হোসেন। গত শুক্রবার রাতে কাজীর দাড়ি মাঠ থেকে তাকে চোখ বেধে অপহরণ করে। অজ্ঞাত মহিলার সহযোগিতায় সে ২ দিন চোখ বাঁধা অবস্থায় পানবরজের মধ্য থেকে মুক্তি পায়। এই ঘটনায় তোবারকের পরিবার গত শনিবার আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের পাঁচলিয়া গ্রামের রাজমিস্ত্রি মৃত ওয়াজেদ আলীর ছেলে তোবারেক হোসেন গত শুক্রবার রাজমিস্ত্রির কাজ শেষে রাত ১০টায় বাড়ি ফিরছিলো। জামজামি ও পাঁচলিয়া গ্রামের মধ্যস্থানে কাজীর দাড়ি মাঠের মধ্যে পৌঁছালে অজ্ঞাত ৫/৬ জন তাকে অপহরণ করে। অপহরণের পরে তাকে গামছা দিয়ে শক্ত করে চোখ ও হাত পা বেধে নিয়ে যায় অজ্ঞাত মাঠের পানবরজে। সেখানে তোবারকে বেধড়ক মারধর করে। পরে তার বাড়িতে ফোন দিয়ে চাঁদা দাবি করার জন্য অপহরণকারিরা মোবাইল নাম্বার চাইলে, ওই রাজমিস্ত্রী নাম্বার না বলায় বিপাকে পড়ে অপহরণকারিরা। পরে গতকাল রোববার সন্ধ্যারাতে চোখ বাধা অবস্থায় অজ্ঞাত এক মহিলা তোবারেককে একটি পানবরজে দেখতে পান। ওই মহিলার সহযোগীতায় সে পান বরজ থেকে বের হয়ে আসে। বিষয়টি আলমডাঙ্গা থানা পুলিশ জানতে পেরে তোবারকের পুলিশ হেফাজতে রাখে। এ বিষয়ে থানার এসআই সাইফুল জানায়, অপহৃত তোবারেক পুলিশ হেফাজতে আছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।