অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের আসামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশি ওই নাগরিকের নাম মুস্তাকিন ইসলাম। মঙ্গলবার (২৯ অক্টোবর) আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আসাম পুলিশের জওয়ানরা করিমগঞ্জে আন্তর্জাতিক সীমান্তের কাছে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। পরে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
আসামের মুখ্যমন্ত্রী সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রাখার কথাও বলেছেন।
এর আগে, আসাম পুলিশের ডিজিপি জি পি সিং বলেছিলেন, বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিক নন এমন যেকোনও ব্যক্তির ভারতে অবৈধ প্রবেশ ঠেকাতে রাজ্য পুলিশ এবং বিএসএফ সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।