নিউজ ডেস্ক:
বাংলাদেশে আগামীতে ‘অংশগ্রহণমূলক’ জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। আর ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন হলে সেখানে সহযোগিতাও করতে আগ্রহী দেশটি।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে গতকাল মঙ্গলবার এক সাক্ষাৎ শেষে এ কথা জানান ঢাকায় অবস্থানরত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইক। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বেলা ১১টা ৫০ মিনিট থেকে ঘণ্টাব্যাপী সিইসির সঙ্গে বৈঠক করেন তিনি। এসময় ব্লেইক বলেন, তার দেশ নির্বাচনের এ প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়।
নতুন ইসি দায়িত্ব নিয়ে একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা হাতে নেয়ার পর রাষ্ট্রদূতদের সাক্ষাতের ধারাবাহিকতায় মঙ্গলবার ইসিতে আসেন ব্রিটিশ এই কূটনীতিক। বৈঠক শেষে বেরিয়ে আগামী জাতীয় সংসদে নির্বাচনকে অংশগ্রহণমূলক করার বিষয়ে সহযোগিতার কথা জানান ব্লেইক।
তিনি আরো বলেন, বাংলাদেশে একটি অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রক্রিয়া নিশ্চিতকরণ এবং এ লক্ষ্যে যারা কাজ করছেন তাদের পক্ষে সমর্থন জানানোর জন্য আমরা এসেছি। সাক্ষাতে ইসি ঘোষিত রোডম্যাপ নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।
সিইসি ও যুক্তরাজ্য হাই কমিশনারের বৈঠকের বিষয়ে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ বলেন, হাই কমিশনার ইনক্লুসিভ, পার্টিসিপেটরি ইলেকশনের কথা বলেছেন। কমিশনের উদ্দেশ্যও একই। আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও দেশি-বিদেশি সবার কাছে গ্রহণযোগ্য করতে চাই আমরা।
সচিব জানান, বৈঠকে সিইসি বলেছেন আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ হচ্ছে সব দলকে নির্বাচনে আনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রেখে নির্বাচন সম্পন্ন করা। সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের যে দূরত্ব রয়েছে সেটি কমে আসবে এবং সবাই নির্বাচনে আসবে।