বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

৮ মে পর্যন্ত সময় পেল বিচারকদের শৃঙ্খলাবিধি প্রকাশে !

নিউজ ডেস্ক:

অধস্তন আদালতের বিচারকদের আলাদা আচরণ ও শৃংখলাবিধির গেজেট জারির ক্ষেত্রে সরকারকে আগামী ৮ মে পর্যন্ত সময় দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এই গেজেট জারির বিষয়ে পরবর্তী আদেশের জন্য আজ মঙ্গলবার ধার্য করা হয়। পরে গেজেট জারি করতে আবারও সময় চেয়ে আবেদন করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ নিয়ে গেজেট জারির ক্ষেত্রে গত বছরের ২৮ আগস্ট থেকে ১৫ দফা সময় চেয়ে আবেদন জানাল রাষ্ট্রপক্ষ।

জানা যায়, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাজদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনাসহ রায় দেয়া হয়। ওই রায়ের ৭ম দফায় আলাদা আচরণ ও শৃংখলাবিধি প্রণয়নের নির্দেশনা রয়েছে। কিন্তু সেটি আজও প্রণয়ন হয়নি।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular