বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

৭০ টাকায় সারা বছর ইন্টারনেট !

নিউজ ডেস্ক:

প্রযুক্তি নির্ভর এই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ইন্টারনেট অত্যাবশ্যকীয়। আর তারই জের ধরে মোবাইল কোম্পানিগুলো দিয়ে চলেছে একের পর এক চমকপ্রদ ইন্টারনেট অফার।

সেই ধারাবাহিকতায়ই মুকেশ আম্বানীর জিও ফোনকে টেক্কা দিতে এবার এমনই এক অফার নিয়ে হাজির হয়েছে তার ভাই অনিল আম্বানীর রিলায়েন্স।

রিলায়েন্সের পক্ষ থেকে এক টুইট বার্তায় এই অফার সম্পর্কে বলা হয়েছে, মাত্র ৭০ টাকায় পাওয়া যাবে সারাবছর ইন্টারনেট। সেই সাথে থাকছে ৫৬ টাকার টকটাইম। রিলায়েন্স মোবাইলের এই অফারে বছরজুড়ে টুজি ডাটা ব্যবহার করা যাবে। আর এ অফারটি শুধুমাত্র ভারতেই কার্যকর হবে।

তবে এ অফারের জন্য টুইট বার্তায় দু’টি শর্তের কথা বলা হয়েছে। প্রথমত, জিএসএম সিমে এক বছরের জন্য দৈনিক ১ জিবি করে টুজি ডেটা পাওয়া যাবে। দ্বিতীয়ত, এলটিই সিমের ক্ষেত্রে প্রতি মাসে ১ জিবি করে টুজি ডেটা পাওয়া যাবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular