রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

৬ বছরের শিশুকে ধর্ষণ,চাচা-আটক

নিজস্ব প্রতিবেদক :

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ওসমানপুর গ্রামে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশি চাচা হামজারুল হাতিকে আটক করেছে পুলিশ। আটক হামজারুল হাতি ওসমানপুর গ্রামের জহুরুল হাতির ছেলে।

গতকাল বৃহস্পতিবার রাতে গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। হামজারুল হাতি ঘাস কাটার অজুহাতে মাঠে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে শিশুকন্যাকে। পরে জখম অবস্থায় শিশুকন্যা বাড়ি ফিরে মাকে বিস্তারিত জানায়।

নির্যাতনের শিকার শিশুকন্যার ভ্যানচালক বাবা জানান, ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ুয়া তার শিশুকন্যা বৃহস্পতিবার বেলা ৩টার দিকে প্রায় সমবয়সী বান্ধবী প্রতিবেশি জহুরুল হাতির মেয়ে খাদিজা খাতুনের সাথে খেলতে তাদের বাড়ি যায়।

সে সময় হামজারুল হাতি (১৮) শিশুকন্যাটিকে নিকটবর্তী মাঠে ঘাস কাটতে ডেকে নিয়ে যায়। গ্যামা (গো-খাদ্য) ক্ষেতে নিয়ে মুখ চেপে ধরে ধর্যণ করে শিশুটিকে। পরে, জখম অবস্থায় শিশুকন্যা বাড়ি ফিরে মাকে সব জানিয়ে দেয়।

 

এ ঘটনা জানতে পেরে দরিদ্র ভ্যানচালক পিতা দ্রুত বাড়িতে ফিরে প্রথমে অসুস্থ মেয়েকে নিয়ে হারদী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যান। কিন্তু হাসপাতালে চিকিৎসা না দিয়ে থানা পুলিশের নিকট পাঠায়। হাসপাতাল থেকে ফিরে সন্ধ্যার পর মামলা দায়ের করতে থানায় যান তিনি।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল গণি জানান, অভিযোগ পেয়ে অল্প সময়ের মধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular