৬ গুণ বেড়েছে বিদেশি বিনিয়োগ !

0
37

নিউজ ডেস্ক:

বিদায়ী বছর তথা ২০১৬ সালে পুঁজিবাজারে দারুণ সক্রিয় ছিল বিদেশি বিনিয়োগকারীরা। আলোচিত বছরে  নিট  বিদেশি বিনিয়োগ ৬ গুণ বেড়ে ৭ গুণে দাঁড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পোর্টফোলিও বিনিয়োগ এর এই তথ্য জানা গেছে।

২০১৬ সালে বিদেশি বিনিয়োগকারীরা ৫ হাজার ৫৭ কোটি টাকার শেয়ার কিনেছেন। এর বিপরীতে বিক্রি করেছেন ৩ হাজার ৭১৬ কোটি টাকার শেয়ার। ফলে নিট বিনিয়োগ দাঁড়ায় ১ হাজার ৩৪০ কোটি টাকা। ২০১৫ সালে তাদের নিট বিনিয়োগ ছিল মাত্র ১৮৫ কোটি টাকা।

২০১৬ সালে শেয়ার কেনা-বেচা মিলিয়ে বিদেশিদের মোট লেনদেন হয়েছে ৮ হাজার ৭৭৩ কোটি টাকার। আগের বছর লেনদেনের পরিমাণ ছিল ৭ হাজার ৪৬৫ কোটি টাকা। ২০১৬ সালে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন ৬ বছরের মধ্যে সর্বোচ্চ।

বিশ্লেষকদের মতে, টানা দর পতনের মধ্য দিয়ে ২০১৬ সালে দেশের পুঁজিবাজারে মূল্যস্তর অত্যন্ত বিনিয়োগ অনুকূল অবস্থানে নেমে এসেছিল। বিদেশি বিনিয়োগকারীরা এই অবস্থাকে কাজে লাগিয়েছেন। তারা তুলনামূলক শস্তায় বিপুল পরিমাণ শেয়ার কিনেছেন।

মূল্যস্তরের পাশাপাশি দেশে বিদ্যমান রাজনৈতিক স্থিতিশীলতা, ক্রমহ্রাসমান ব্যাংক সুদ হার, আবাসন খাতসহ বিকল্প খাতে বিনিয়োগের সুযোগ সংকুচিত হয়ে আসা ইত্যাদি বিষয়ও বিদেশি বিনিয়োগকারীদেরকে বাড়তি বিনিয়োগে উৎসাহী করেছে।