চলতি অর্থবছরের জন্যে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। নীতিমালায় এবারে ৩৮ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরে যা ছিল ৩৭ হাজার ১৫৩ কোটি টাকা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে এই নীতিমালা ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।
নীতিমালায় বলা হয়, ঋণ বিতরণের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকগুলোর নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে করতে হবে। ব্যাংকগুলোকে ঋণের ৬০ শতাংশ শষ্য ও ফসল উৎপাদনে এবং ১৫ শতাংশ প্রাণীসম্পদ খাতে বিতরণ করতে হবে।
গভর্নর বলেন, কৃষি উৎপাদন ও প্রক্রিয়াকরণ শিল্পকে একসাথে গুরুত্ব দিতে হবে। ভারতের চেয়ে বাংলাদেশের কৃষককের অবস্থা ভালো। এর পেছনে রেমিটেন্স ও গ্রামীণ অর্থনীতি বড় ভূমিকা পালন করে থাকে। কারণ, গ্রাম পর্যায়ে কৃষি পণ্যের বাহিরের আয় ৬০ শতাংশের ওপরে।