রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

৩৫তম বিসিএস; নন-ক্যাডারে নিয়োগ পেলেন আরও ১৩৮ জন !

নিউজ ডেস্ক:

৩৫তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে আরও ১৩৮ জনকে বিভিন্ন অধিদফতর ও সংস্থায় নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০’ এবং ‘সংশোধিত বিধিমালা-২০১৪’ এর বিধান অনুযায়ী এ নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে গতকাল রবিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত ১৭ এপ্রিল ৩৫তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে ৩৯৫ এবং ২৫ মে ১৬০ জনকে বিভিন্ন অধিদফতর ও সংস্থায় নিয়োগের সুপারিশ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই নিয়োগের মাধ্যমে প্রথম শ্রেণির পদে সুপারিশ সম্পন্ন হয়েছে। এরপর দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

এদিকে, তথ্য বিভ্রাটের কারণে একজনের ফল স্থগিত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular