রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

‘৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বিএনপি’

বিএনপি ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি সারা দেশে ঐক্যবদ্ধ আছে বলেও জানান তিনি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির গণসমাবেশে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, গণহত্যকারীদের এখনও বিচারের আওতায় আনা হয়নি। তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিদেশে বসে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা চলছে। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করার আহবান জানান তিনি।

শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, স্থানীয় পর্যায়েও নেতৃত্ব গ্রহণের জন্য তৃণমূল নেতাকর্মীদের যোগ্যতা অর্জনের আহ্বান জানান বিএনপি নেতা। বিগত ১৫ বছর দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছি বলেও উল্লেখ করেন তিনি। কোনো রকমের ষড়যন্ত্র দেশের সবাইকে নিয়ে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular