৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক!

0
32

নিউজ ডেস্ক:

ঘন কুয়াশার কারণে সোয়া তিন ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে কায়াশার কারণে ফেরির মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার ভোর সোয় ৬টা থেকে নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের উভয় পাড়ে ছয় শতাধিক যানবাহন নৌরুট পাড়ের অপেক্ষায় রয়েছে।