রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

২৯ দিন পর স্বাভাবিক হলো ট্রেন চলাচল

অবশেষে সারাদেশে পুরোদমে শুরু হলো ট্রেন চলাচল। শনিবার (১৭ আগস্ট) শতভাগ যাত্রী নিয়ে গন্তব্যে ছুটছে দেশের নানা রুটের ট্রেনগুলো। সময়সূচিতেও নেই কোনো বিপর্যয়। নিরাপত্তায় রেলওয়ে পুলিশকে সহায়তা দিচ্ছে সেনাবাহিনী।

তবে, বন্ধ রয়েছে ভারতে যাওয়ার মৈত্রী ও মিতালি এক্সপ্রেস।

জানা গেছে, ২৭ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার শুরু হয় আন্তঃনগর ট্রেন চলাচল। প্রথমে যাত্রী কম থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। শতভাগ সিট পূরণ করেই নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন। নেই কোনো ভোগান্তি। এমনটাই বলছেন ট্রেনের বেশিরভাগ যাত্রী।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, লোকাল, কমিউটার, আন্তঃনগর সব মিলে দিনে চলছে ৬৩ জোড়া ট্রেন। নেই যাত্রী সংকট।

তবে আন্দোলনের সময়ে ভাঙচুরের মুখে পড়া পারাবত ও জামালপুর এক্সপ্রেস এখনো বন্ধ। এতে প্রায় ৮০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে রেলওয়ে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular