শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

২১ ফেব্রুয়ারি উপলক্ষে অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের আলোচনা সভা !

নিউজ ডেস্ক:

২১ ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রবাসী সংগঠন, গুণীজন, কবি-সাহিত্যিক ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম। ঢাকা মেডিক্যাল সেন্টারের সার্বিক সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠানে ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম নিহনের পরিচালনায় ও সভাপতি নজরুল ইসলাম রনির সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. আবুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক সাহাজাহান চঞ্চল, সাংবাদিক আবুল বশীর, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন বাবুল, কারী আব্দুল হাকিম, আলতাফ হোসেন বাবুল, সাংবাদিক ফারুক আহমেদ চান, ফোরামের সাবেক সভাপতি সাংবাদিক মোহাম্মদ আমীন প্রমুখ।

সম্মাননা প্রাপ্তরা হলেন, মুক্তিযুদ্ধে সাখাওয়াত হুসাইন,  সাংবাদিকতায় মোহাম্মদ আবুল বশির, সাবেক সফল সভাপতি মোহাম্মদ আল-আমীন, অভিনয়ে আরিফুর রহমান টিটু, সাহিত্যে রেজাউল হক হেলাল ও জহিরুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠন শ্যাডো, স্বেচ্ছাসেবী সংগঠন ফেনী ফোরাম, ক্রীড়ায় গ্রীণ বাংলা, ক্ষুদে হাফেজ আব্দুল্লাহ, ক্ষুদে আবৃতিকার তানিম মজুমদার।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রুবেল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম প্রিঞ্চ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম অপূর্ব, প্রচার সম্পাদক মোহাম্মদ স্বপন, সহ-প্রচার সম্পাদক মাসুদ পারভেজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহেদ রবিন, দফতর সম্পাদক ওয়াসিম আকরাম, সহ-অর্থবিষয়ক সম্পাদক রুবেল, সহদফতর সম্পাদক সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক আরিফ মৃধা, সহ-সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক ওমর তালুকদার সহ-ক্রীয়া বিষয়ক সম্পাদক ফকির আল আমিন এবং সদস্য রাজু, নিধি, জসীম, শিশিরসহ আরও অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখার জেএসসি, এচএসসি ও এইচএসসি ও একই স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ শাখার আইজিএসই পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular