বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

২০০ টাকার জন্য সন্তানকে বিক্রি করলেন মা !

নিউজ ডেস্ক:

মাত্র ২০০ টাকার জন্য এক মায়ের বিরুদ্ধে কোলের শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরার লক্ষ্মীপুর গ্রামে। শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করছে চাইল্ড লাইন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে দারিদ্রসীমার নিচে বসবাস করছেন খনজয় রেয়াং ও তার পরিবার। দু’বেলা দুমুঠো খাবারও জুটেনা তাদের। এই পরিস্থিতিতে নিজের সন্তানকে মানুষ করে উঠতে পারছিলেন না তারা। অবশেষে পেট চালানোর জন্য মাত্র ২০০ টাকার বিনিময়ে কোলের শিশুকে বাবলা নামে এক অটোচালকের কাছে বিক্রি করে দেন রেয়াঙের স্ত্রী।

ঘটনাটি সামনে আসতেই সেই গ্রামের পঞ্চায়েত প্রধান রেয়াং ও তার স্ত্রীকে ডেকে পাঠান। খবর পায় পুলিশ ও চাইল্ড লাইন। নিজেদের ভুল বুঝতে পেরে শিশুটিকে ফিরিয়ে আনতে চাইছে তার মা ও বাবা। পুরো পরিস্থিতির জন্য শিশুটির মাকে দায়ী করেছে তার বাবা।

উল্লেখ্য, এই নিয়ে গত এক মাসে ত্রিপুরাতে শিশু বিক্রির দুইটি ঘটনা ঘটলো।

সূত্র : জি নিউজ২৪

Similar Articles

Advertismentspot_img

Most Popular