শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

২ দিনের ব্যবধানে কেরুতে আবারো বোমা সাদৃশ্য বস্তুু, নিষ্ক্রিয় করতে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

সাকিব আল হাসান:

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) প্রতিষ্ঠানের চত্বরে আবারো দেখা মিললো বোমা সাদৃশ্য বস্তু। যা নিয়ে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ ধারণা করছে, এটি একটি ককটেল হতে পারে।

আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২টার দিকে, কেরু এ্যান্ড কোম্পানির চত্বরে আবারো কালো টেপ মড়ানো বোমা সাদৃশ্য বস্তু দেখতে পান এক যুবক, যিনি ছাগল চড়াচ্ছিলেন। সে বিষয়টি নিরাপত্তা কর্মীদের জানায়, যারা পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের একটি দল উপস্থিত হয়ে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, “এটি সম্ভবত ককটেল, কারণ পূর্বের পাওয়া ককটেলের সঙ্গে এর হুবহু মিল রয়েছে। তবে আজকেরটি কালো টেপ মড়ানো।” তিনি আরও বলেন, “রাজশাহী র্যাবের বোমা নিস্ক্রিয় টিমকে জানানো হয়েছে।” গতবারের ঘটনায় কেরু কোম্পানি কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে, এবং পুলিশ এখনো বিষয়টি নিয়ে তদন্ত করছে।

স্থানীয় ও প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন ব্যক্তির দাবি, সদ্য স্থগিত হওয়া শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে কোনো পক্ষ পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটাচ্ছে। এই বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে, কেরু এ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশে ঝোপের মধ্যে লাল টেপ মড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান প্রতিষ্ঠানটির কয়েকজন নিরাপত্তা কর্মী। তারা দ্রুত দর্শনা থানা পুলিশ ও আর্মি ক্যাম্পে খবর দেন, এবং ওইদিন দিনব্যাপী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছিলেন। পরে, রাজশাহী থেকে র্যাবের একটি বোমা নিস্ক্রিয়দল এসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটায়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular