বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

১৭ বছর বলিউডে থেকে এখনও শিখছেন হৃত্বিক !

নিউজ ডেস্ক:

দেখতে দেখতে সিনেমা জগতে ১৭ বছর কাটিয়ে দিলেন বলিউড তারকা হৃত্বিক রোশন। সাফল্যের পালক যেমন তার ঝুলিতে, তেমনি ব্যর্থতাও যে তার গায়ে লাগেনি এমন নয়।

তবু ১৭ বছরের পূর্ণ মুহূর্তে নস্টালজিক এই অভিনেতা।

ভবিষ্যতে পরিচালকও হতে চান। তিনি জানিয়েছেন, ‘‌আমি অভিনয় ভালবাসি। এটা আমার প্যাশন। যদি কোনও দিন দেখি ক্যামেরার পিছনে দাঁড়াতে ভাল লাগছে তবে তাই করব। আমি এমন লোক যে চ্যালেঞ্জ নিতে ভালবাসি। ’‌

২০০০ সালে বাবা রাকেশ রোশনের পরিচালনায় ‘‌কাহো ন্যা প্যার হ্যায়’‌ নিয়ে বলিউডে আসেন। প্রায় দু’‌দশক অভিনয় জগতে কভি খুশি কফি গম, কোই মিল গেয়া, ক্রিশ, ধুম ২, যোধা আকবর এবং গুজারিশের মতো সিনেমা উপহার দিয়েছেন হৃত্বিক। প্রত্যেক সিনেমা তাকে নতুন কিছু শেখাচ্ছে বলে তিনি জানিয়েছেন।

এই ১৭ বছরে অনেক প্রতিভাবান মানুষের সঙ্গে মিশতে পেরে তিনি গর্বিত। ৪৩ বছরের এই অভিনেতাকে শেষবার দেখা গিয়েছে ‘‌কাবিল’ ছবিতে। সেখানে তিনি এক অন্ধের চরিত্রে অভিনয় করেন। যিনি স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে চান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular