বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

১৭ বছর পর ফের একসঙ্গে মাধুরী-অনিল!

নিউজ ডেস্ক:

বেটা, রাম লক্ষ্মণ, পরিন্দা, তেজাবের মত একের পর এক হিট, সুপারহিট ছবি দেওয়া সেই জুটি আবার বলিউডে ফিরছেন। ইন্দ্র কুমারের টোটাল ধামাল ছবিতে দেখা যাবে মাধুরী দীক্ষিত ও অনিল কাপুরকে।

শেষ তাদের এক সঙ্গে দেখা যায় পুকার ছবিতে। তারপর ১৭ বছরের দীর্ঘ বিচ্ছেদ। মাধুরী ব্যস্ত হয়ে পড়েন সংসার নিয়ে, অনিলও বেছে নেন সিনেমার পার্শ্ব চরিত্র। এতদিন পর ফের তাদের বড় পর্দায় মুখ্য ভূমিকায় দেখা যাবে।

মাধুরী বলেছেন, টোটাল ধামাল কমেডি ছবি, ১৭ বছর পর অনিলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি খুবই আনন্দিত।

টোটাল ধামাল ধামাল সিরিজের তৃতীয় ছবি, এতে মাধুরী-অনিল ছাড়াও দেখা যাবে অজয় দেবগণ, রীতেশ দেশমুখ, আর্শাদ ওয়ার্সি ও জাভেদ জাফরিকে। এতে এক বলিউড তারকার গল্প বলা হয়েছে, যার পরিবারের সদস্যদের ভাষা, সংস্কৃতি আলাদা, তারা সকলে একসঙ্গে বাস করেন আমেরিকায়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular