১৬ বছর পর কারামুক্ত বিডিআরের ১৬৮ সদস্য

0
8

পিলখানা ট্রাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় জামিনের পর আজ কারামুক্ত হতে যাচ্ছেন ১৭৮ জন। এরমধ্যে কেরানীগঞ্জ থেকে মুক্ত হচ্ছেন অনেকে।

দীর্ঘ ১৬ বছর পর মুক্তি পেতে যাওয়ায় প্রিয় মানুষ গুলোর জন্য সকাল থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষা করতে দেখা যায় স্বজনদের। ফুলের মালা দিয়ে বরণ করতে কারো মা কারো বাবা, কারো স্ত্রী এসেছেন কারও বা সন্তান। দীর্ঘদিন পর প্রিয় মানুষটির মুক্তিতে খুশি তাদের পরিবার পরিজন।

এর আগে গেলো ১৯ জানুয়ারি কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতের আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক ইব্রাহীম মিয়ার আদালতে সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি শেষে বিস্ফোরক মামলার আসামিদের জামিনে মুক্তির আদেশ দেন।

কারাফটকে অপেক্ষমাণ স্বজনদের কাছে তাদের অনুভূতি জানতে চাইলে বলেন, আজ আমাদের কোনো কষ্ট নেই। আজ আমাদের ঈদের মতো খুশি লাগছে। দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান হচ্ছে আজ।