বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

১৩ মেগাপিক্সেলের সেলফি ফোন আনছে নোকিয়া !

নিউজ ডেস্ক:

শিগগিরই এইচএমডি গ্লোবাল বাজারে আনছে নোকিয়ার নতুন ফ্লাগশিপ ডিভাইস নোকিয়া এইট। এই ফোনটিকে সেলফি কেন্দ্রীক ফোন হিসেবে ইউজারদের কাছে উপস্থাপন করতে চাচ্ছে নোকিয়া।
আর এজন্য এই ফোনটিতে ভালো কোয়্যালিটির ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটির ফ্রন্ট ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। নোকিয়া এইটকে এইচএমডি গ্লোবাল বলছে সেলফি মনস্টার।

টেক ওয়েবসাইটগুলোর তথ্য মতে, নোকিয়ার নতুন এই ফোনটিতে থাকছে ডুয়েল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা হবে ১৩ মেগাপিক্সেলের। এতে জেইস লেন্স ব্যবহার করা হয়েছে। যা ভালো কোয়্যালিটির সেলফি তুলতে সাহায্য করবে।

অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৫.৩ ইঞ্চির কোয়াডএইচডি ডিসপ্লে থাকছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহৃত হয়েছে।
ফোনটি ৪ জিবি ও ৬ জিবি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে।

উইন ফিউচারের তথ্য মতে, নোকিয়া এইট পাওয়া যাবে ৫৮৯ ইউরোতে। এই অক্টোবরেই ফোনটি বাজারে আসবে। এই ফোনটিতে ৩০৯০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট করবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular