ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দূর্ঘটনায় ফিরোজা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বিকালে কোটচাঁদপুর হাসপাতালে সে মারা যায়। নিহত ফিরোজা খাতুন ওই উপজেলার শালকুপা গ্রামের ইউসুফ আলীর স্ত্রী। স্থানীয়রা জানায়, ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে বাড়ী থেকে কোটচাঁদপুর হাসপাতালে যাচ্ছিলেন ফিরোজা খাতুন। পথে ছাব্দারপুর নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায় অটোরিক্সাটি। এতে সে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।