অবশেষে সিরিয়ার বিরোধী শক্তির নিয়ন্ত্রণে এসেছে সিরিয়ার হোমস শহর। ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে প্রথম বিপ্লবের মশাল জ্বালিয়েছিল এই শহর।
গত কয়েক দিন ধরে সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলো হোমস দখলের লক্ষ্যে তীব্র লড়াই চালিয়েছে। আজ তারা ঘোষণা করেছে, তারা শহরটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।
অপারেশন ‘ডিটারেন্স অফ অ্যাগ্রেশন’ শুরুর আগপর্যন্ত, আসাদ সরকারকে পরাজিত করার আশা সিরিয়ার সাধারণ মানুষের মধ্যে প্রায় নিভে গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে সিরিয়ার সামরিক বাহিনী উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।
দীর্ঘ এক দশক ধরে নিজ দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসা সিরিয়ার সেনাবাহিনী এখন নানামুখী চ্যালেঞ্জে জর্জরিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকায় তাদের সহযোগিতা কমে গেছে।
এই প্রতিকূল পরিস্থিতি বিদ্রোহীদের পক্ষে কাজ করেছে। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা সময়োপযোগীভাবে অভিযান চালিয়ে হোমস দখলে সফল হয়েছে।