আবজাল হোসেন তোফায়েল
হাবিপ্রবি প্রতিনিধি:
সঠিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি বজায় রাখা উচিত। বর্তমানে ছাত্র-ছাত্রী উভয়ই এক শৌচাগার ব্যবহার করছে, যা অনেক অস্বস্তিকর। ছাত্রী শৌচাগারটি পুনরায় ব্যবহারযোগ্য করে দিলে আমাদের জন্য অনেক সুবিধা হতো।
হাবিবা খাতুন নামের আরেক ছাত্রী বলেন, বর্তমানে একই ওয়াশরুম ছেলে-মেয়ে উভয়কে ব্যবহার করতে হচ্ছে। যা অনেকটাই অস্বস্তিকর। ছাত্রীদের জন্য নির্মিত ওয়াশরুমটি পুনরায় ব্যবহারযোগ্য করে দিলে আমাদের জন্য অনেক সুবিধা হতো।
এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক অধ্যাপক ড. নিজামউদ্দীন বলেন, শৌচাগারটি পরিষ্কার করে পুনরায় ব্যবহারযোগ্য করার বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো ওয়াশরুম রিমডেলিং করে পুনরায় চালু করার বিষয়ে আমরা ইতোমধ্যে আলোচনা করেছি।
কবে নাগাদ শৌচাগারটি পুনরায় ব্যবহারযোগ্য করা হতে পারে এ বিষয়ে তিনি বলেন, এটা বাজেটের ওপর নির্ভর করছে। বাজেট হাতে পেলেই আমরা কাজ শুরু করব। যেহেতু শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে তা মাথায় রেখেই দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা আছে।