হাতের তালুই বলে দেবে আপনার সৌভাগ্য ও জনপ্রিয়তা !

0
35

নিউজ ডেস্ক:

আপনার হাতের তালুতে যদি ইংরেজির ‘এক্স’ চিহ্নটি থাকে তাহলে আপনার থেকে সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। জানলে অবাক হবেন হাতের তালুতে এক্স চিহ্ন যাদের আছে তারা খুব জনপ্রিয় ও প্রভাবশালী হয়ে থাকেন।

মস্কোর এসটিআই বিশ্ববিদ্যালয় জীবিত ও মৃত প্রায় কয়েক লক্ষ মানুষের উপর সমীক্ষা চালিয়ে এমনই সত্য উদ্ঘাটন করেছে। দ্য গ্রেট আলেকজান্ডার থেকে ভ্লাদিমির পুতিন, আব্রাহাম লিঙ্কন সকলের জনপ্রিয়তা আর প্রভাব প্রতিপত্তির চাবিকাঠি হাতের তালুর এই এক্স রেখা।

আর যাদের এক হাতের তালুতে এই রেখা রয়েছে তারা সৌভাগ্যের থেকে কিছু কম যান না। তারা সহজেই বিপদের আঁচ করতে পারেন। ভীষণ সৎ হন। অপরাধ ক্ষমা করলেও সেটা ভুলে যান না। এছাড়াও তারা তীক্ষ্ণ বুদ্ধি, প্রচণ্ড স্মৃতিশক্তি ও জ্ঞানের অধিকারী হন।

বিশ্ববিদ্যালয়ের সমীক্ষকরা বলছেন পৃথিবীর মাত্র ৩ শতাংশ মানুষের হাতে এই সৌভাগ্যের রেখা থাকে। তালিকায় আপনিও আছেন কি না একবার নিজের হাতের তালু দেখে নিতে পারেন।