লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলায় ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সহ আহত ৭
মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরে চোরের বিচার করায় ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে পিটিয়ে আহত করেছে স্থানীয় সন্ত্রাসী শাহজাহান। এসময় তাদের উদ্ধার করতে এগিয়ে আসায় ইউনিয়ন আওয়ামীলীগ নেতাসহ আরো ৫ জনকে মারধর করে মারত্বক জখম করে তারা। আজ বৃহস্পতবিার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ সাংবাদিকদের ডেকে নিয়ে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ঘটনাটি ঘটে সদর উপজেলার ১৯ নং তেওয়ারীগঞ্জে ইউনিয়নের চরমনসা গ্রামে।
আহতরা হলেন, ইউপি সদস্য নুরুল আমিন, গ্রাম পুলিশ মোঃ ফারুক, ফয়েজ, ইব্রাহিম, রফিক, জিল্লুর রহিম, মমিন উল্যা।
ভুক্তভোগীরা জানান, গত সোমবার রাতে স্থানীয় সিরাজগঞ্জ বাজারের পাশে থাকা ব্রিক ফিল্ডে মাটি পরিবহনের কাজে ব্যাবহৃত পাওয়ার ট্রিলার এর কিছু পার্টস চুরি হয়। ওই চুরির ঘটনার সাথে জড়িত থাকায় সন্ত্রাসী শাহাজানের ভাগিনা নুরনবী ও বেলাল সহ তিন জনকে জিঞ্জাসাবাদ করেন এবং তারা ঘটনা স্বীকার করলে তাদের কাছে থাকা মালা-মালা উদ্বার করে দেন ইউপি সদস্য নুরুল আমিন।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওইদিন রাতে চোর নুরনবীর মামা মোঃ শাহজাহানের নেতেৃত্বে সন্ত্রাসীরা স্থানীয় গ্রাম পুলিশকে মারধ করে ইউপি মেম্বার নুরুল আমিনকে তুলে নিয়ে যায়। এসময় তাকে উদ্ধার করতে গেলে
বাকীদের এলোপাতাড়ি মারধর করে সন্ত্রাসীরা।
খবর পেয়ে ইউপি সদস্য নরুল আমিনকে রাত দেড় টার সময় স্থানীয় চরমনসা গ্রামের মুন্নার বাড়ির পাশের একটি সয়াবিন ক্ষেত থেকে হা-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় উদ্বার করে পুলিশ। পরে আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে জানতে চাইলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর হোসাইন ভুলু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সমাধানের জন্য চেষ্টা করছি। এঘটনায় মামলা প্রস্তুতি নিচ্ছে গ্রাম পুলিশ সহ ভুক্তভোগীরা।