নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি হাইস্কুলের সামনে গত কয়েকদিন ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এই ঘটনায় ছিনতাইকারীদের কবলে পড়েছে অনেকেই। তার মধ্যে ছিনতাইয়ের শিকার হাজরাহাটি গ্রামের আশার ছেলে সজল (২১)। তবে ছিনতাইয়ের শিকার কয়েকজন মুখ খুলতে রাজি হইনি। ছিনতাইয়ের শিকার স্বজল বলেন, গত সোমবার আনুমানিক রাত ১১টার দিকে বাইসাইকেলে অফিস থেকে নিজ বাড়ি (হাজরাহাটি) ফিরছিলাম। পথিমধ্যে হাজরাহাটি হাইস্কুলের নিকট পৌছালে কয়েকজন যুবক পথ অবরোধ করে। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দেখে বাইসাইকেল ফেলে আমি দৌড়ে পালিয়ে যায়। ওইখানে ৮ থেকে ১০ জন লোক ছিলো। সবার বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে। সবার হাতে বড় বড় রাম’দা এবং ধারালো অস্ত্র ছিলো। স্বজল আরো জানান, আমার আগেও গত কয়েকদিন আগে একইস্থানে কয়েকজনের নগদ অর্থসহ মোবাইল এবং বাইসাইকেল ছিনতাইয়ের শিকার হয়েছে। এদিকে, বিষয়টা এলাকার ওয়ার্ড কাউন্সিলর রাসেদুল হাসান মানু মেম্বরকে জানালে তিনি তৎক্ষণাত কয়েকজনকে সাথে নিয়ে ঘটনাস্থালে ছুটে আসেন এবং ছিনতাইকারীদের খুঁজতে থাকেন। কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে সদর ফাঁড়ির ইনচার্জ মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থালে আসেন। ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে সদর ফাঁড়ির ইনচার্জ মুহিতুর রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। তবে ওইদিন কোন ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। তবে আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই আমরা ছিনতাইকারীদের ধরতে সক্ষম হবো।