পোড়াপাড়ায় মোটরসাইকেলের সঙ্গে দ্রুতগতির ট্রাকের ধাক্কা
নিউজ ডেস্ক:মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পোড়াপাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাণী খাতুন (২৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাণী খাতুন মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের নাছিমুজ্জামানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাণী খাতুন তাঁর শ^শুর আব্দুর রাজ্জাকের মোটরসাইকেলযোগে গাংনী থেকে বাড়ি যাচ্ছিলেন। পথের মধ্যে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পোড়াপাড়া নামক স্থানে পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাণী খাতুন রক্তাক্ত জখম হন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের চিকিৎসক আরেফিন সিদ্দিকী বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই রাণীর মৃত্যু হয়। গুরুতর আঘাতে রক্তক্ষরণজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত রানী খাতুনের শ^শুর আব্দুর রাজ্জাক বলেন, ‘দ্রুতগতিতে ট্রাক ধাক্কা দিলে আমি মোটরসাইকেল সামলাতে পারিনি। পেছন থেকে রাণী ছিটকে পিচঢালা রাস্তার ওপর পড়ে যায়।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ‘ট্রাকটি আটকের চেষ্টা চলছে। মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’