নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়নের বেগনগর গ্রামে গলাই ওড়না পেঁচিয়ে শিরিনা (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত শিরিনা মুন্সিগঞ্জ কৃষ্ণপুর গ্রামের শফি উদ্দীনের বড় মেয়ে ও বেগনগর গ্রামের সিরাজ মন্ডলের ছেলে শফিকুল ইসলামের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে গতকাল রোববার দুপুরে শিরিনা তার স্বামীর বাড়িতে শোবার ঘরে সবার অগোচরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এসময় পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বরে ঘোষণা করেন। শিরিনা ৬ বছরের একটি কন্যার জননী। পারিবারিক সুত্রে যানা যায়, কিছুদিন পুর্বে শিরিনার স্বামী শরিফুল অল্পটাকায় তাদের জমির ফুলকপি বিক্রি করে দেয়। এই নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। যার জের ধরে গতকাল দুপুর দেড়টার দিকে শিরিনা বারান্দায় চুপচাপ বসে ছিল ও শরিফুল উঠানে বসে ঘাস কাটছিল একপর্যায়ে শরিফুল গরুর ভূষি কেনার জন্য বাইরে যায়। পরে দোকান থেকে ফিরে শিরিনাকে দেখতে না পেয়ে ঘরে খুজতে গেলে দেখে ঘরের দরজা বন্ধ। পরবর্তীতে জানালা দিয়ে ঘরের ভিতর তাকালে শিরিনাকে গলায় ওড়না দিয়ে ঝুলতে দেখে। এসময় শরিফুল ঘরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে শিরিনাকে নিচে নামায়। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিরিন জেবীন সুমি তাকে মৃত বলে ঘোষনা করে। আজ ময়নাতদন্তশেষে শিরিনার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে আত্মহত্যা নিয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।