নিউজ ডেস্ক:
মাদ্রিদ শহরে গত ১৫ মে স্পেন আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু স্পেন আওয়ামী লীগের বর্তমান কমিটি সম্মেলনের প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ায় তা কর্মী সমাবেশে পরিণত হয়। স্পেন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কর্মীদের অনেক অভিযোগের সত্যতাও প্রমাণিত হয়েছে।
স্পেন আওয়ামী লীগের সম্মেলনের সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে উল্লেখ করে অনুষ্ঠান সমাপ্ত হয়। স্পেন আওয়ামী লীগ সভাপতি শাকিল খান পান্না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন ও আব্দুর রহমান যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।
কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এম.এ.গনি, পর্তুগাল আওয়ামী লীগ সাবেক সভাপতি রফিকুল্লাহ, সুইডেনের সভাপতি মনজুর হাসান, বেলজিয়ামের সভাপতি শহিদুল হক, হল্যান্ডের সভাপতি শাহাদাত হোসেন তপন, পর্তুগালের সভাপতি জহিরুল আলম জসিম, গ্রিসের সভাপতি রাকিব মৃধা, ডেনমার্কের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, পর্তুগালের সাধারণ সম্পাদক শওকত ওসমান, গ্রিস শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ মাতবর, পর্তুগালের মহসিন ভূঁইয়া, স্পেনের আখতার হোসেন আতা, এ.এস.আই রবিন, দুলাল সাফা, রিজভী আলম, জাকির হোসেনসহ আরও অনেকে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন