স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন মোহাম্মদ আবদুল আজিজ। বুধবার (২১ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ৩৯৬তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আবদুল আজিজকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক আজিজ ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে বাণিজ্যে স্নাতক সম্পন্ন করে ১৯৭২ সালে তার কর্মজীবন শুরু করেন। শ্রম ও নিষ্ঠার মাধ্যমে তিনি স্বল্প সময়ের মধ্যেই নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন।
মোহাম্মদ আবদুল আজিজ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি ১৯৮৫ সালে লায়নস্ ক্লাবস্ ইন্টারন্যাশনালে যোগ দেন এবং ২০০৫-০৬ মেয়াদে ডিসট্রিক্ট ৩১৫ বি ২, বাংলাদেশ-এর গভর্নর নির্বাচিত হন। তিনি লায়নস্ ক্লাব অব ঢাকা প্রগ্রেসিভ আই হসপিটাল নামে তিনটি চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান।