দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী পৃথক অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সোনার গয়না, ফেনসিডিলসহ মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার ও গত রোববার পৃথক স্থান থেকে এসব উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক নিস্তার আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সোমবার বেলা দুইটার দিকে আরআইবি সদস্যের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্থ দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. হামিদুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর সীমান্তের মেইন পিলার ৭৭-এর নিকট জয়নগর মাঠ থেকে ২৮৬ গ্রাম (২৪ ভরি ১ আনা ৩ রথি ৮ পয়েন্ট) ওজনের সোনার বিভিন্ন গয়না উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ ৬৮ হাজার ৯৯৫ টাকা।
একই দিন রাত আনুমানিক চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্থ দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. হামিদুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
অপর দিকে, গত রোববার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্থ বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. কাজী দাউদ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ছোটবলদিয়া গ্রামের পাকা রাস্তার পাশ থেকে ২১ বোতল ফেনসিডিল, ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৯ হাজার ৬ শ টাকা।