সৃষ্ট চলমান বিতর্ক অবসান ঘটাতে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি: তথ্যমন্ত্রী !

0
26

নিউজ ডেস্ক:

সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সৃষ্ট চলমান বিতর্ক অবসান ঘটাতে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

হাসানুল হক ইনু বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে রাজনৈতিক বক্তব্য দিয়ে প্রধান বিচারপতি নিজেই বিতর্কের সূচনা করছেন। এখন স্বপ্রণোদিত হয়ে তিনি পদত্যাগ করলেই এ বিতর্কের অবসান ঘটাতে পারে।