নিউজ ডেস্ক:
প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক রেলপথ মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। প্রবীণ এই পার্লামেন্টারিয়ানের মৃত্যুতে আজ রবিবার এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
এরশাদ বলেন, ‘আমি সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ’তিনি সুরঞ্জিতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, তার মৃত্যুতে জাতি এক প্রখ্যাত রাজনীতিক ও অভিজ্ঞ এক পার্লামেন্টারিয়ানকে হারালো। সুরঞ্জিতের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি করলো বলেও এরশাদ উল্লেখ করেন।