সিলেটে সাবেক সাংসদের গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৫ !

0
29

নিউজ ডেস্ক:

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় ৫ ট্রাক শ্রমিককে আটক করেছে পুলিশ। গত দুইদিনে নগরীর বিভিন্ন স্থনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ট্রাক শ্রমিকরা হলো, শহরতলীর শাহপরাণ এলাকার আফতাব উদ্দিনের ছেলে মারুফ আহমদ, নগরীর মাছিমপুরের আবদুল্লাহর ছেলে আহমদ আলী স্বপন, ছড়ারপাড়ের আবদুল মালেকের ছেলে শাহজাহান ওরফে সাজু, ভার্থখলার রাজু আহমদ ও সোবহানীঘাটের সাজ্জাদ আহমদ।

গত শনিবার ট্রাক শ্রমিকদের ডাকে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত পরিবহন ধর্মঘট পালিত হয়। বেলা ২টায় ধর্মঘট প্রত্যাহারের পর নগরীর উপশহর এলাকায় সন্ত্রাসীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলা হলে ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ।