নিউজ ডেস্ক:
ইসলামিক স্টেটের হাত থেকে সিরিয়াকে মুক্ত করতে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে সিরীয় সেনা। সিরীয় সেনাবাহিনীকে সবরকম সাহায্য করছে রাশিয়া। গত কয়েকদিন ধরে আইএসের হাত থেকে সিরিয়ার শহর রাক্কা উদ্ধার করতে ভয়ঙ্কর যুদ্ধ চালাচ্ছে সিরীয় বাহিনী এবং রাশিয়ান এয়ারফোর্স। আর এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল রাশিয়া।
রাশিয়া অভিযোগ করে বলেছে, সিরিয়ার রাক্কা শহরের আশপাশ থেকে আইএস সদস্যদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। মূলত রাক্কা শহরকে আইএসের তথাকথিত রাজধানী হিসাবে মনে করা হয়। সিরিয়ায় মোতায়েন রুশ বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল সের্গেই সুরোভিকিন বলেছেন, “রাক্কার বিভিন্ন এলাকা মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর পাশাপাশি তাদের কুর্দি মিত্রদের হাতে ছেড়ে দিয়ে সিরিয়ার অন্যান্য এলাকায় পালিয়ে যাচ্ছে। মার্কিন বাহিনী ও তার কুর্দি মিত্ররা এই ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠীকে নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। ”
সুরোভিকিন এর আগে গত সপ্তাহে বলেছিলেন, “রাক্কা প্রদেশের দু’টি গ্রামকে কুর্দি বাহিনীর কাছে হস্তান্তর করে পালমিরার দিকে পালিয়ে যাওয়ার জন্য আইএস জঙ্গিরা কুর্দিদের সঙ্গে একটি চুক্তি করেছে। রাক্কা ত্যাগ করে পলায়নপর আইএসের কয়েকটি গাড়ির বহরে রাশিয়া হামলা করেছে। ”
উল্লেখ্য সিরিয়ার সেনাবাহিনী গত মঙ্গলবার আইএসের মূল ঘাঁটি রাক্কা প্রদেশে প্রবেশ করে। তারা সেখানকার দু’টি গ্রাম জঙ্গিদের হাত থেকে পুনর্দখল করে রাকা শহরের দিকে অগ্রসর হচ্ছে।