সংস্থাটি জানায়, বাড়ির ভেতরে মজুদ থাকা গোলাবারুদ বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। একজন এএফপি সংবাদদাতা দেখেছেন, বেসামরিক সুরক্ষা সংস্থার কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিহতদের উদ্ধার করছেন। সংস্থাটির এক কর্মী মোহাম্মদ ইব্রাহিম জানান, নাইরাবে একটি বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত গোলাবারুদ পান।
সিরিয়ায় ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভের দমন-পীড়নের মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। এতে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
বেসরকারি সংস্থা হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন (এইচআই) জানিয়েছে, সংঘাতের পর থেকে সিরিয়ায় প্রায় ১০ লাখ গোলাবারুদ নিক্ষিপ্ত বা পুঁতে রাখা হয়েছে, যার মধ্যে এক থেকে তিন লাখ এখনো বিস্ফোরিত হয়নি। সংস্থাটির সিরিয়া প্রগ্রামের পরিচালক দানিলা জিজি বলেন, ‘দেশটির ২.৩ কোটি জনসংখ্যার মধ্যে ১.৫ কোটিরও বেশি মানুষ অবিস্ফোরিত অস্ত্রের ঝুঁকিতে রয়েছে।’