সিরাজগঞ্জে শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক

0
24

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লায় অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১২ এর সদস্যরা অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। রাত ১১ টার দিকে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
আটকৃতরা হলেন, পৌর এলাকার মাহমুদপুর (১নং গলি) মহল্লার মৃত দানেশ শেখের ছেলে মো. বুলু শেখ কায়েস (৩৫) ও মৃত লিটনের স্ত্রী মোছা. মমতা খাতুন (৩৪)।
মেজর সাফায়াত আহম্মদ সুমন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় হেরোইন ও ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১শ’ ৯০ গ্রাম হেরোইন, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৮টি মোবাইল সেট ও নগদ ৯ লাখ ৭৫ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়।