সিরাজগঞ্জ প্রতিনিধিঃ উজান থেকে নেমে আশা পাহাড়ী ঢল ও ভারী বর্ষনে সিরাজগঞ্জে যমুনা নদীতে অস্বাভাবিক ভাবে পানি বাড়ছে । গত ২৪ ঘন্টায় পানি ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । দ্রুত পানি বৃদ্ধির ফলে কাজিপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার ২ শত ৫৬ টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই ১৫৬ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে । আশ্রয়কেন্দ্র গুলোতে এ পর্যন্ত ৩ হাজার ৯০ জন বানভাসী মানুষ আশ্রয় গ্রহন করেছে। নদী তীরবর্তী এলাকায় বসবাসকারীদের মাঝে আতংক বিরাজ করছে। ইতি মধ্যেই নদী তীরবর্তী অনেক নীচু এলাকা পানিতে তলীয়ে গেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, যমুনার পানি বৃদ্ধি একশ বছরের রেকর্ড ভঙ্গ করেছে। তিনি আরো জানান জেলার মোট ৭৮ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাধের মধ্যে ৬/৭ কিলোমিটার ঝুকির মধ্যে রয়েছে। সেনাবাহিনী ইতিপুর্বে বাহুকাতে মেরামতকৃত বাধ এলাকায় কারিগরি সহযোগীতা দিচ্ছে । সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জেলার বন্যা নিয়ন্ত্রণ বাধের ঝুকিপুর্ন এলাকা গুলি নজরদারীতে রেখেছে । জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সুত্রে জানা গেছে, এপর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ ৮ লাখ ২০ হাজার টাকা ও ১৭০ মেট্রিকটন চাল বিতরন করা হয়েছে। এছাড়া যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে।