বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

সিরাজগঞ্জ প্রতিনিধি : যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জের ৫ উপজেলার চরাঞ্চলের ২৯টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ৫০হাজারের মত মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যুমনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। পানি বৃদ্ধির কারনে চৌহালী উপজেলার এনায়েতপুরের আরকান্দি, শাহজাদপুরের কৈজুরীতে নদী ভাঙন শুরু হয়েছে। ডুবে গেছে এসব অঞ্চলের শত একর ফসলি জমি।

জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা জানান, সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলায় ২৯টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের বাড়িঘর আংশিক ও পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করতে জরিপ চলছে। ইতিমধ্যে বন্যার্তদের জন্য শতাধিক আশ্রয় কেন্দ্র দেওয়া হয়েছে। ৫টি উপজেলায় ৬৪ মেট্রিক টন ক্ষয়রাতি চাল এবং দেড় লাখ নগদ টাকা সাহায্য করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular